রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত দুই

শুক্রবার, ০১ জুন ২০১৮ | ১১:১৪ পূর্বাহ্ণ |

রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত দুই
ছবি: অনলাইন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে দুইজন মাদক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টায় জেলার পবা উপজেলা ও নগরীর কর্ণহার থানার করমজা গ্রামে এসব ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নিহত দুজনই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি র‌্যাবের।


নিহততের নাম নাজমুল ও বেলাল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

গুলিবিদ্ধ অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।


র‌্যাব সিপিসি কোম্পানি কমান্ডার মেজর আশারাফুল ইসলাম বলেন, দুজন মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা বলতে পারব না।

তিনি আরো বলেন, কর্ণহার থানার করমজা এলাকার একটি আম বাগানে মাদক ব্যবসায়ীরা অবস্থান নিয়ে মাদক কেনাবেচার প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে রাজশাহী র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের উপর গুলিবর্ষণ করতে থাকে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। তবে ঘটনাস্থল থেকে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


র‌্যাব কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে গাঁজা, পিস্তল ও গুলি জব্দ করে র‌্যাব। ঘটনাস্থলে প্রায় ৫ জোড়া স্যান্ডেল পরে থাকতে দেখা যায়।এতে ধারণা করা হচ্ছে, এখানে আরো অনেকেই ছিলো। তবে নিহতদের পরিচয় এখনো জানতে পারেনি র‌্যাব।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় দুই মাদক ব্যবসায়ী রামেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com