শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুয়ায়ী এইচএসসি পরীক্ষার সাতদিন আগে প্রাইভেট পড়ানো ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। তবে এ নির্দেশনা অমান্য করে ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে রাজশাহীর বাঘা’র এ ধরনের প্রতিষ্ঠানগুলো।
জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি ও সমমান) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর জন্য প্রাইভেট পড়ানো ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এই পরীক্ষা ২ এপ্রিল শরু হয়েছে। শেষ হবে ১৪ মে। পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে রাজশাহীর বাঘা উপজেলায় প্রায় দুই হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত প্রাইভেট পড়ানো ও কোচিং সেন্টারগুলো পরীক্ষা শুরুর সাতদিন আগে থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তা কেউ মানছেনা। বিভিন্ন কৌশলে এগুলো চালানো হচ্ছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে বাঘা উপজেলা সদর, আড়ানী, বাউসা, মনিগ্রাম, গড়গড়ি, পাকুড়িয়া এলাকার স্কুল কলেজের শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানদের ম্যানেজ করে প্রতিষ্ঠানের কক্ষে বসে প্রাইভেট পড়াচ্ছেন। এছাড়া ওইসব এলাকায় বাড়ি ভাড়া নিয়ে কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানো হচ্ছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষে নেয়া হয়নি। ফলে শিক্ষকরা অনায়াসে এই কাজ করে যাচ্ছেন। এমন কিছু অভিযোগ রয়েছে শিক্ষকরা প্রাইভেট পড়ানোর জন্য সঠিক সময়ে স্কুলে যেতে পারেনা। তাদের প্রধান শিক্ষক কিছু বললে রাজনৈতিক প্রভাব খাটায়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগে এলাকায় মাইকিং করা হয়েছে। তারপরেও যারা বন্ধ করেনি। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com