রাজশাহীতে বিস্ফোরক দ্রব্য, জিহাদী বই, লিফলেট ও বোমা তৈরীর সরঞ্জামসহ জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৫। রোববার রাত সাড়ে ৩টার দিকে তানোর উপজেলার বিলশহর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিন বেলা ১১টার দিকে র্যাব-৫ সদর দপ্তরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বিলশহর গ্রামের জহুর মন্ডলের ছেলে সাহেবজান আলী (৩৫), জেকের আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮) ও খলিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮)। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গানপাউডার, ২টি জিহাদী বই, ৪০ গ্রাম সোডা, ৪০ গ্রাম চুন, ৭টি লিফলেট ও বোমা তৈরীর সরঞ্জাম পাওয়া যায়।
র্যাব-৫ এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাহবুবুল আলম জানান, সম্প্রতি জেএমবির সাংগঠনিক কর্মকান্ড চালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল তানোর উপজেলার বিলশহর এলাকায় অভিযান চালায়। এ সময় সাহেবজান আলী বাড়ি ঘিরে ফেলে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিস্ফোরক দ্রব্য, জিহাদী বই, লিফলেট ও বোমা তৈরীর সরঞ্জাম পাওয়া যায়। গ্রেফতারকৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদী বাংলাদেশ জেএমবির সক্রিয় সদস্য বলে তারা র্যাবের জিজ্ঞাবাদে স্বীকার করেন।
রিজভী আহমেদ
রাজশাহী প্রতিনিধি
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com