রাজশাহী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও ঈদুল-ফিতর উপলক্ষে সড়ক, রেলপথ নিরাপদ এবং খাদ্যদ্রব্য ভেজালমুক্ত, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখাসহ সাত দফা দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রাজশাহীর তরুণরা।
আজ রবিবার বেলা সাড়ে ১০ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’।
একই দাবিতে রাজশাহীর জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহাবুবর রহমান বিপিএম এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছে। মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনটির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
সাত দফা দাবির মধ্যে রয়েছে- ১। সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপন্যের দাম বৃদ্ধিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি বন্ধ করতে হবে, ২। মেয়াদ উত্তীর্ণ, বাসি-পচাঁ, ফরমালিনযুক্ত খাদ্যদ্রব্য বিক্রি করে ক্রেতা ভোক্তাদের সঙ্গে প্রতারতণাকারী ব্যবসায়িদের আইনানুগ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, ৩। ফুটওভার ব্রিজে পর্যাপ্ত পরিমাণে আলো ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং বখাটেদের উৎপাত বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, ৪। পর্যাপ্ত জেব্রা ক্রসিং এবং ফুটওভার ব্রিজের ব্যবস্থা করতে হবে, ৫। ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখলকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে হবে, ৬। যানবহনগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীবহকারী যানবহনগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, ৭। উপরোক্ত সকল বিষয় নিয়মিত মনিটরিং করতে হবে এবং মনিটরিং কাজের সঙ্গে স্থানীয় তরুণ সংগঠনগুলো সদস্যদের সম্পৃক্ত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সামাজিক সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র উপদেষ্টা মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহক ও গবেষক এবং টিভি-রেডিও ব্যক্তিত্ব ওলিউর রহমান বাবু, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক গণমাধ্যমকর্মী শামীউল আলীম শাওন, কার্যনিবাহী সদস্য যথাক্রমে সুমন হলদার, মুমতাহ্ হিনা মীম, সোলাইমান হোসেন রকি, নাজমুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রতিবছর পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়িরা সিন্ডিকেটের মাধ্যমে রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করে। শুধু তাই নই; তারা মেয়াদ উত্তীর্ণ, বাসি-পচাঁ, ফরমালিনযুক্ত খাদ্যদ্রব্যও সুযোগ বুঝে ক্রেতা-ভোক্তাদের কাছে বিক্রি করে। এতে করে বিপাকে পড়েন সাধারণ জনগণ (ক্রেতা-ভোক্তা)। এমনকি ভেজালযুক্ত খাদ্যদ্রব্য খেয়ে তারা রোগাক্রান্ত হয়।’
বক্তারা আরো বলেন, ‘প্রতিবছর রমজান মাসে রাজশাহীর সাহেববাজার, গণকপাড়া, নিউমার্কেট, লক্ষ্মীপুরসহ শহরের বিভিন্ন বাজারের বিপণী বিতানগুলোতে ইফতার সমগ্রী ও ঈদের কেনাকাটা করতে ভিড় করে নানা বয়সী মানুষ। এটাকে কেন্দ্র করে নগরীর সাহেববাজার, গণকপাড়া, নিউমার্কেট, লক্ষ্মীপুরসহ বিভিন্ন বাজারের বিপণী বিতানগুলোর সামনে ও আসেপাশের এলাকার ফুটপাত, রাস্তা অবৈধভাবে দখল করে অনেকেই বসায় দোকানপাট। অনেকেই করে অবৈধভাবে গাড়ি পার্কিং। সবমিলিয়ে বাজারসহ আসেপাশের এলাকাগুলোর রাস্তায় সৃষ্টি হয় বাড়তি যানজট।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com