রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় একটি পিস্তল, গুলি, ম্যাগজিন ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নবগঙ্গা কলাবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত হাসান পবা উপজেলার দামকুড়া এলাকার বাসিন্দা।
কাশিয়াডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, রাত পৌনে ১টার দিকে র্যাব মহানগরীর পশ্চিম নবগঙ্গা কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী সেখানে মাদক কেনাবেচার জন্য জড়ো হয়েছিল। তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী হাসান নিহত হয়। অন্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি পিস্তল, গুলি, ম্যাগজিন ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে লাশ থানায় হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হবার বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com