রাজশাহীর তানোরে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেরার পৃথক তিনটি স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কামারগাঁ বাতাসপুর গ্রামের জমির মাঠে ধান কাটতে গিয়ে বাতাসপুর গ্রামের ডোকমান আলীর পুত্র আনছার আলী (৩০) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন বাসাতপুর গ্রামের অনিল শাহার পুত্র আনন্দ শাহা (৩৫) ও হিরেন শাহার পুত্র টিল শাহা (৩০)।
এ প্রসঙ্গে কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন, নিহত আনছার আলী খুব গরীব ঘরের সন্তান। আহতরা বিপদমুক্ত রয়েছে।
এদিকে একইদিনে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল নামোপাড়া গ্রামের সামসুদ্দীনের পুত্র সোহাগ আলী (১৮) সকালে জমির মাঠে সেমি ডিপের কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ প্রসঙ্গে পাচন্দর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, নিহত সোহাগ দুবইল গ্রামের জালালের সেমি ডিপে কাজ করত। সোহাগ গরীব ঘরের সন্তান।
অপরদিকে কলমা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না জানান, আজ সকালে কলমা ইউনিয়নের চকরতিরাম আদিবাসী গ্রামের বেলাম হেমরমের স্ত্রী এলেনা মুরমু (৩৫) জমিতে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন তিনি।
তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা শওকাত আলী বলেন, উপজেলার দুই ইউনিয়নের তিন স্থানে তিনজন বজ্রপাতে মারা গেছে। উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তাকে ঘটনা স্থলে পাঠিয়েছি। নিহতদের প্রতিজনকে নগদ ২০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল সরকারী ভাবে দেয়া হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com