রাজশাহীর দুই ইউপিতে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রাজশাহীর দুই ইউপিতে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মঙ্গলবার, ০৩ এপ্রিল ২০১৮ | ৬:১৪ অপরাহ্ণ |

রাজশাহীর দুই ইউপিতে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
রাজশাহীর দুই ইউপিতে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাপ্ত ভোটের ৮ শতাংশের নিচে ভোট পাওয়ায় পাঁচ জন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ মার্চ উপজেলার দুই ইউনিয়ন পরিষদে ভালুকগাছি ও শিলমাড়িয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দুই ইউপিতে ৫ জন চেয়ারম্যান প্রার্থী নিয়ম মাফিন ৮ শতাংশ ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে।


বাজেয়াপ্ত ভালুকগাছী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী (আনারস) প্রতীকে ১৪৩০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাইনুল ইসলাম তোতা (মোটরসাইকেল) প্রতিকে ৩২ ভোট, মুনজুর রহমান (চশমা) প্রতীকে ১০৪০ ভোট, এবং স্বতন্ত্র প্রার্থী নাজমুল গনি (পিন্টু) (ঘোড়া) প্রতীকে ৩৮ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে। আর শিলমাড়িয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম (হাতুড়ি) প্রতীকে ৬৮৪ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার।

পুঠিয়া উপজেলার দুই ইউপি নির্বাচনে ভালুকগাছিতে ক্ষমতাসীন আ’লীগের মনোনীত প্রার্থী তাকবির হাসান (নৌকা) প্রতীকে ১ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে ৯ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম (ধানের শীষ) প্রতীকে ৮ হাজার ২৪৬ ভোট পেয়ে পরাজিত হন।


শিলমাড়িয়া ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আ’লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা) প্রতীকে ৪ হাজার ৮৯১ ভোটের ব্যবধানে ১৩ হাজার ৩৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী আবু হায়াত আসাদুজ্জামান (ধানের শীষ) প্রতীকে ৮ হাজার ৪৩৯ ভোট পেয়ে পরাজিত হন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com