রাজশাহী প্রতিনিধি: ঈদুল-ফিতর উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসকের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহী জেলা ও মহানগরের কর্তব্যরাত প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনীধিবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহ্উদ্দিন।
সভায় আসন্ন ঈদুল-ফিতরের পবিত্রতা ও গাম্ভির্যতা বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান হয়। সেইসাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়।
সভায় সিদ্ধান্ত অনুসারে, ঈদের নামাযের সময় সূচি আগের দিন মাইকিং করাসহ স্থানীয় গণমাধ্যমসমূহের মাধ্যমে প্রচারে ব্যবস্থা করা। যত্রতত্র অশ্লিল পোস্টার লাগান থেকে বিরত থাক। আতোশবাজী ও পটকা ফোটান থেকে বিরত থাকা। স্থানীয় পত্রিকাসমূহে ঈদ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা করা। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা। জুম্মাতুল বিদার দিন সকল মসজিদে ঈদের পবিত্রতা ও গাম্ভির্যতা বজায় রাখার জন্য ইমামগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা।
এছাড়া নগরীর শাহমখদুম ঈদগাহসহ সকল ঈদগাহে ঈদের দিন ও আগের রাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা। নগরবাসীর জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও ভবন সমূহে আলোকসঞ্জার ব্যবস্থা করা। ঈদের দিন নগরীর বিনোদন কেন্দ্রগুলো খোলা রাখা।
সর্বপরি এসকল কাজ সমন্বয়য়ের মাধ্যমে সুষ্ঠভাবে বাস্তবায়নে লক্ষে রাজশাহী জেলা ও নগর পুলিশ, র্যাব, বিজিবি, ফায়ার ব্রিগেড, রাজশাহী সিটি কর্পোরেশন, সিভিল সাজন, পিআইডি, নেসকোসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে দিকনির্দেশনা প্রদান করা হয়। এসময় রাজশাহীবাসীকে নিজ নিজ অবস্থান থেকে ঈদের পবিত্রতা রক্ষার জন্যও কাজ রকার আহ্বান জানান হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com