রাজশাহী পদ্মা পাড়ে আজ ঘুড়ি উৎসব

রাজশাহী পদ্মা পাড়ে আজ ঘুড়ি উৎসব

শনিবার, ৩১ মার্চ ২০১৮ | ১:৩৯ অপরাহ্ণ |

রাজশাহী পদ্মা পাড়ে আজ ঘুড়ি উৎসব
রাজশাহী পদ্মা পাড়ে আজ ঘুড়ি উৎসব

রাজশাহীতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতার ৪৭তম বছর পূর্তিতে ‘স্বাধীনতা উৎসব’। এ উপলক্ষে আজ শনিবার উৎসবে ঘুড়ি ও ফানুস উড়ানো, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং কনসার্টের আয়োজন করা হয়েছে।

উৎসবের আয়োজন করতে যাচ্ছে রাজশাহী স্বাধীনতা উৎসব কমিটি। উৎসব কমিটির আহ্বায়ক ও মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী এ কথা জানিয়েছেন। এই উৎসবে রাজশাহীর স্থানীয় প্রায় ৫০টি তরুণ সংগঠন অংশ নিচ্ছে।


গোলাম রাব্বানী জানান, আজ বিকেল ৩টায় লালন শাহ মুক্তমঞ্চে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ঘুড়ি উৎসবের উদ্বোধন করবেন। এবারের উৎসবে মুক্তিযুদ্ধের সংগঠক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হবে। সন্ধ্যায় স্বাধীনতার ৪৭ বছর পূর্তিতে ৪৭টি ফানুস উড়িয়ে স্বাধীনতা উৎসব পালন করবে রাজশাহীর তরুণরা। সন্ধ্যার পর স্বাধীনতা কনসার্ট এ গান পরিবেশন করবে রাজশাহীর জনপ্রিয় ব্যান্ড রিভার্সন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির সন্মানিত অতিথিরা অংশ নেবেন বলে জানান এ আয়জক।

এদিকে বিকেল সাড়ে ৩টায় ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। উৎসব সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com