মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে ইভটিজিং করার দায়ে জাকির হোসেন মোড়ল নামে এক কলেজ ছাত্রকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজৈরের আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের জব্বার মোড়লের ছেলে তিতুমির কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের এম এ শেষ বর্ষের ছাত্র জাকির হোসেন (২৫) আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করে আসছিল।
বুধবার ঐ ছাত্রী বিদ্যালয়ে গেলে জাকির হোসেন বিদ্যালয়ের মধ্যে ঢুকে সপ্তম শ্রেণির ঐ ছাত্রীসহ অষ্টম শ্রেণির আরেক ছাত্রীকেও উত্যক্ত করলে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে রাজৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারেফ হোসেন পুলিশ প্রশাসন নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উত্যক্তকারী জাকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ বলেন, সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com