নওগাঁর রাণীনগরে বিএনপি’র সমাবেশে দুই পক্ষের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটেছে । অনুষ্ঠিত সমাবেশে গোনা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুইট এর বক্তব্য চলাকালে মঞ্চে দাঁড়িয়ে থাকা দুই জন নেতা তাকে হঠাৎ মারপিট করতে থাকে। এসময় উপস্থিত নেতা কর্মিরাও ক্ষিপ্ত হয়ে পক্ষ-বিপক্ষ নিয়ে মঞ্চে ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে হাতা-হাতি শুরু হয়। এক পর্যায়ে জেলা ও উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।
সোমবার (১৭জুন) বিকেলে রাণীনগর উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমন্বয় সমাবেশ চলাকালে এঘটনা ঘটে।
সমাবেশে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হাফিজার রহমান হাফিজ, যুগ্ন আহবায়ক আলহাজ নাসির উদ্দীন, যুগ্ন আহবায়ক এ্যাড. এজেড এম রফিকুল আলম রফিক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ধলু, নওগাঁর মান্দা-৪ আসনের সাবেক এমপি ছামছুল আলম প্রামানিক, নওগাঁ-১ আসনের সাবেক এমপি ডা: সালেক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, নওগাঁ জেলা বিএনপি নেতা আমিনুল হক বেলাল, এচাহক আলী, রাণীনগর থানা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক জাকির হোসেনসহ জেলা এবং উপজেলা বিএনপি ও সহযোগি অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, রাণীনগর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে
আহবায়ক কমিটি গঠনের লক্ষে কর্মি সমন্বয় সমাবেশ আহবানের মাধ্যমে সোমবার বিকেল চারটা নাগাদ সমাবেশ অনুষ্ঠিত হলে নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির প্রধান মাস্টার হাফিজুর রহমান হাফিজ চলমান কমিটি বিলুপ্ত ঘোষনা দিয়ে উন্মুক্ত আলোচনা করার আহবান জানান। এসময় প্রথমে যুবদল নেতা মাহমুদুর রহমান মধু বক্তব্য দেবার পর গোনা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুইট বক্তব্য দেওয়ার পর একই মঞ্চে দাঁড়িয়ে থাকা দু’জন
নেতা তাকে মারপিট শুরু করে। এসময় উপস্থিত নেতা কর্মিরাও ক্ষিপ্ত হয়ে মঞ্চে ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে হাতা-হাতি শুরু হয়। এক পর্যায় জেলা ও উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।
এব্যপারে নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হাফিজার রহমান বলেন, নিজেদের মধ্যে ভুল বুঝা-বুঝির কারণে একটু ঝামেলা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com