রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ভরনিয়া বান্দালবাড়ি গ্রামের আবু তালেবের স্কুল পড়ুয়া ১০ শ্রেণির ছাত্রী রত্না (১৪)’র অপমৃত্যুর মামলার বাদী আবু তালেব হয়রাণীর শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেন।
তিনি জানান, তার স্কুল পড়ুয়া মেয়ে গ্রামের নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের প্রেমে ব্যার্থ হয়ে গত ২৬ জানুয়ারি আত্মহত্যা করে।
কিন্তু রেখে যায় হয়ে হাতের লেখা চিঠি। মেয়ের বাবা বাদী হয়ে ওই তারিখেই অপমৃত্যুর মামলা করেন। মামলা নং ০৪/১৮।
এজাহারে ছয় জনের নাম থাকলেও পুলিশ কৌশলে অজ্ঞাত কারনে শুধু রফিকুল ইসলামের নাম আসামীর তালিকায় রেখে বাকীগুলো বাদ দেয়।
তদন্তকারী কর্মকর্তার পরামর্শক্রমে বাদীর ব্যক্তিগত ২২ হাজার টাকা খরচ করে রফিকুলকে ঢাকার হেমায়েতপুর থেকে আটক করে থানা পুলিশ।
মামলার কার্যক্রমে গুড়িমসি বুঝতে পেরে বাদী মামলার অগ্রগতির জন্য খোজ খবর নিতে গেলে তদন্তকারী কর্মকর্তা মোঃ আবু তালেব মামলার বাদী অশালীন কথাবার্তা ও হুমকী ধামকী দেয়।
ময়না তদন্ত’র রিপোর্ট পাওয়া যায়নি বলে তদন্তকাজে অগ্রসর হওয়া যাচ্ছেনা এমন অজুহাতে বাদীকে বিভিন্নভাবে হয়রাণী করা হয়। ময়না তদন্ত রিপোর্ট ঠাকুরগাও সদর হাসপাতাল গত ২৭.১.১৮ইং তারিখে রাণীশংকৈল থানা কর্তৃপক্ষের নিকট পাঠান।
এ ব্যাপারে বাদীর অনেক ঘোরাঘুরির পর অজ্ঞাত কারনে রিপোর্টটি গত ৩০ জুলাই ঢাকায় পাঠান হয়। কথাগুলো বলার সময় কষ্টে কেঁদে ফেলেন আবেগাপ্লুত হয়ে। রত্নার অপমৃত্যুর জন্য দায়ী প্রতারক প্রেমিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মানব বন্ধন কর্মসূচী পালন করেন সে সময়।
এ জন্যও মামলার বাদীকে শাসান হয় বলে তিনি জানান। রত্না উপজেলার লক্ষিরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী ছিল।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আবু তালেব আমাদের প্রতিনিধির সাথে এ বিষয়ে কথা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com