রাণীশংকৈলে কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | ৯:১৫ পূর্বাহ্ণ |

রাণীশংকৈলে কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ছবি: র‌্যালী

রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতাঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ১৯শে এপ্রিল শুক্রবার বিকেলে বাংলাদেশ কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় জেলা কৃষক লীগের সহ-সভাপতি অতুল প্রসাদ রায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক। জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।


এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায়, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, পৌর কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com