ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।
জাতির জনকের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে উপজেলা হলরুমে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পঞ্চগড় ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, আ’লীগ সভাপতি সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন, ওসি (তদন্ত) সালাউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-ছাত্র/ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর উপর প্রবন্ধ উপস্থাপন করেন, লেখক-গীতিকার-সাংবাদিক- আধ্যাপক আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। অনুষ্ঠানে শিল্পি সুকুমার চন্দ্র মোদক ও প্রশান্ত বসাকের পরিচালনায় স্থানীয় শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com