ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল সাহানাবাদ (কলোনী)র সাঈদ আলীর ছেলে সাহাজান আলীর হাঁসের খামারে আগুন দিয়ে ৩এপ্রিল রাত ১১টার দিকে ৭৬০ টি হাঁসের বাচ্চা মেরে ফেলেছে এক দুস্কৃতিকারী। হাঁসের সাথে এ কোন অমানবিক বর্বরতা। এ ব্যাপারে সাজাহান আলী বাদী হয়ে প্রতিবেশী রাশেদা ও তার ছেলে সাগরের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি এজাহার দাখিল করেন। বিবাদীগণ এমন বর্বরতার ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসি জানান।
সরেজমিন ও অভিযোগ সুত্রমতে, গত ৩ এপ্রিল বিকালে বিবাদী রাশেদার ছাগল সাজাহানের ভুট্টা ক্ষেতের ক্ষয় ক্ষতি করে। এনিয়ে রাশেদাকে বলতে গেলে বাক বিতন্ডা হয়। বিতন্ডার এক পর্যায়ে রাশেদা ব্যপক ক্ষয় ক্ষতি করা ও দেখে নেওয়ার হুমকি দেয়। কথা কাটাকাটির জের ধরে রাতেই সে সাজাহানের হাঁসের ঘরে আগুন দিলে ৭৬০টি হাঁস পুজে ছাই হয়ে যায়। এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান জানান, একটি লিখিত এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com