রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে লেখা ‘বঙ্গবন্ধু: জনক জ্যোতির্ময়’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয় সিনেট ভবনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক ও জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ বলেন, ‘শুধুমাত্র ৪৭ সাল থেকে ৭১ সালের সংগ্রামের মধ্যে দেখলে বঙ্গবন্ধুকে বিচার করা যাবে না। ইতিহাসে বাংলাদেশ নামের কোন স্বাধীন ভূখ- কখনো ছিল না। কোন জাতি ২০ বা ৩০ বছরের মধ্যে সৃষ্টি হতে পারে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজার বছরের বাঙ্গালী জাতি সত্ত্বার উপর ভিত্তি করে। তিনি তার নেতৃত্বের মাধ্যমে হাজার বছরের বাঙ্গালি জাতি সত্ত্বাকে বিকশিত করেছেন। তার রাষ্ট্র ভাবনার মূলেই ছিল বাঙ্গালি ও বাঙ্গালীর মুক্তি। এসময় তিনি, ৪৭ থেকে স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, এই বইটির মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ জনগণরে সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেশের তরুন প্রজন্ম জানতে পারবে বাংলাদেশের জন্মের সঠিক ইতিহাস।
বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্রের সঞ্চালনায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন প্রধান অতিথি বিশ^বিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহান, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সাইদুর রহমান খান প্রমুখ।
গ্রস্থটিতে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৮ জন গবেষকের লেখা সংযুক্ত হয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com