রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫৭তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে ‘রবীন্দ্রকাব্যে বাঙালি মানস ও লোকজ ঐতিহ্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এই আলোচনা সভার আয়োজন করে ফোকলোর বিভাগ।
এসময় বক্তারা বলেন, আজ যখন সবাই চাকরির পড়া নিয়ে ব্যস্ত, তখন যেন আমরা রবীন্দ্রনাথের ‘তোতাকাহিনী’র সেই তোতা পাখির মত হয়ে গেছি। বিশ্ববিদ্যালয়ে এসেও প্রকৃত জ্ঞান চর্চা ছেড়ে মুখস্ত বুলি আওড়াচ্ছি। ঠিক এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রয়োজন। তাঁর গান, কবিতা, সাহিত্য নিয়ে আলোচনা, তাঁর দর্শন, শিক্ষা-ভাবনা, চেতনা ধারণ করার সময় এসেছে। রবীন্দ্রনাথের জ্ঞান শিকড় ধরে যত এগোবো ততই আমরা প্রকৃত জ্ঞান অন্বেষণ ও বাঙ্গালী মানস ধারণ করতে পারব।
সভাপতি অধ্যাপক ড. মো. আখতার হোসেনের সভপতিত্বে আলোচনাসভার প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড. আবুল হাসান চৌধুরী। সহকারী অধ্যাপক ড. হাবিবুর রহমান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেমন জোসেফ মন্টেক্লার, ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোর্বারা সিদ্দকী, সহযোগী অধ্যাপক ড. সুস্মিতা চক্রবর্তী, ড. অনুপম হীরা মন্ডল, ড. মো. রওশন জাহিদ, ড. মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, ড. রতন কুমার ও ফারজানা রহমান প্রমুখ।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com