রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মোসাদ্দেক হোসেন বুলবুলকে নির্বাচিত এবং বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে মহানগর ছাত্রদল।
মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামন জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবির পরিচালনায সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিলন শেখ, হাসান খান, ইয়াকুব চৌধুরী, নুর মোহাম্মদ ও তাহের খান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদ, বনি, আসাদুজ্জামান আসাদ, ফরহাদ হোসেন, রাফি, আবু ওয়াহিদ অমি ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা রবিন, ডলার, রাসেল, নাজীর, পাখি, ইমন, তোফা, আলমগীর, প্রিতম, সিয়াম, আরিফ, রাজীব, নাসিব, রানা, রিজভী ও বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ আগামী সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান। সেই সাথে সকল বাধা অতিক্রম করে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে একতাবদ্ধ ও আন্তরিকভাবে নির্বাচনী প্রচারনা পালানোর পরামর্শ দেন তারা। উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ যে কোন পরিস্থিতিতে মাঠে থেকে নির্বাচন করার প্রতিশ্রতি দেন।
এছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মহানগর ছাত্রদলের করণীয় ঠিক করতে। এবং তার মুক্তির দাবিতে কি কি করতে পারে সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com