কবিতা – নিতি

সোমবার, ০১ জানুয়ারি ২০১৮ | ১২:২২ অপরাহ্ণ |

কবিতা – নিতি
রায়হান আকন্দ

সাহিত্য

নিতি


রায়হান আকন্দ

দ্বিপ্রহর রাত
বারান্দায় বাতি জ্বলছে
দরজাটা খোলা,
বাহিরের কিছু অংশ দেখা যাচ্ছে
কুয়াশায় ঢাকা প্রকৃতি
নিদ্রাহিন রাত্রি।
সবকিছুরই একটা নিতি আছে
বাহিরে কামরাঙা গাছটায় অনেক গুলি চড়ই পাখি
মাঝে ডানা ঝাপ্টানো কিচ কিচ শব্দ
সকালে যায় বিকাল হলে আবার আসে
ভালবাসে সহাগ করে ঝগ্রাও করে।
সন্ধার পর আবার নিরব।
মধ্যরাতের ফুটপাতে বসে থাকা দারিয়ে থেকে খদ্দের
ওর মধ্যেও ভালবাসা আছে একরাত বা কিছু সময়..
যদিও তা মুল্যের বিনিময়।
দেয় সে যা আছে তার সর্বস্বটা
আমরা তাদের বলি বেশ্যা।
তারো একটা নিতি আছে
হক না অপরিচিত এটাই তো তার পেশা।
মায়াটুনি তুই কি ছিলি?
তোর তো কোন নিতী ছিল না,
৩০ মাসের হিসাব নিকাশ এক সাক্ষরেই চুকিয়ে দিলি।
তুই যাকে বিয়ে করলি সেও তো অপরিচিত
তোর নিতি কি প্রস্টিটিশনের থেকেও জঘন্য কিছু ছিল?
মায়াটুনি যন্ত্রনা এটাই একটা প্রস্টিটিউট কিভাবে আমার প্রেম হয়েছিল..
বাস্তবতা আর গল্প এক নয়।
শুভও মজনু,ফরহাদ বা ভগবান কৃষ্ণ নয়।
তুই ভোলার আগে আমিই ভুলে যাবো ভুলতে আমিও পারব।
১১০ টি পানার ফুল আমি ছুয়ে দেখেছি
নিশ্বাস ভরে তারঘ্রান নিয়েছি।
সকল ফুলই কালের খপ্পরে পরে স্রতের বিপরীতে ভেসে গিয়েছে।
কচুরিলতার কোন পাপড়িটা আমার প্রথম স্পর্শ পেয়েছিল মনে পড়ে না
সুনিল বলেছিল
ভোলার মধ্যেই তো সুখ।
সুনিলের খুব ভক্ত আমি..
সাতপাকে বদ্ধ হওয়ার পর সম্পর্ক টা
আমার কাছে অবৈধ।
যদিও আমি এটাই বিশ্বাস করি
দুজনের একমতের
যেকোনো সম্পর্কই
সদ্য প্রস্ফুটিত তপ্তদুপুরে ফোটা ফুলের মতই পবিত্র..
৩য় পক্ষের আসার পর ভালবাসা দেখানো লুচ্চামি ছাড়া আর কিছু নয়।
নিজেকে ছোট মনে হয়..
আমি চাই চির যৌবনা এক স্বর্নলতা,
সাদা লজ্জাবতীর মধ্যভাগে থাকবে সে ভালবেসেই ভালবাসতে জানে যে,
সবাই ধরতে পারে না,
যে স্বর্নলতার ব্যক্তিত্ব থাকবে সর্বজনপুজিত
তুলসি পাতার মত
ধন্য হবে আমার প্রেমিক হৃদয়।।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com