দিনমজুর রিয়াদের বাবা পারছে না রিয়াদের চিকিৎসার টাকা যোগান দিতে।

রিয়াদকে বাচাঁতে দরকার দুই লাখ টাকা

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭ | ৪:২৮ অপরাহ্ণ |

রিয়াদকে বাচাঁতে দরকার দুই লাখ টাকা
ডাক্তর বলে রিয়াদের হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষাডাঙ্গী গ্রামের দরিদ্র পরিবার আলম হোসেন ও মিনুয়ারা বেগমের ছোট ছেলে রিয়াদ। দিন মজুর আলম হোসেন কাজ করে সংসার চালান।তারপরো বড় সংসার।
এই অবস্থায় আলন হোসেনের মাত্র সাত বছরের ছোট ছেলে মাহমুদুল্লাহ রিয়াদ হৃদযন্ত্রে ছিদ্র রোগে ভুগছে।

ডাক্তর বলে রিয়াদের হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়েছে । তাই রিয়াদ শিশুটির চিকিৎসার জন্য এখন আরও ২ লাখ টাকা প্রয়োজন। দিনমজুর রিয়াদের বাবা পারছে না রিয়াদের চিকিৎসার টাকা যোগান  দিতে।


এত টাকা কথায় পাবে রিয়াদের বাবা ।
নিঃস্ব হয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল স‍্যারের কাছে গেলে তিনি শিশু মাহমুদুল্লাহ রিয়াদের চিকিৎসা খরচ বাবদ নিজস্ব তহবিল থেকে ১০ হাজার টাকা দিয়েছেন।

ইতি পর্বে এলাকার কিছু মানুষ রিয়াদের চিকিৎসার জন্য সাহায্য করেছেন। কিন্তু সেগুলোও শিশুটির চিকিৎসা করাতে শেষ হয়ে গেছে।


রিয়াদের বাবা আলম হোসেন কষ্ট ভরা মন নিয়ে বলেন, অনেক দিন ধরে আমি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে নিজে আয় করে রিয়াদের চিকিৎসা করে যাচ্ছি। কিন্তু আল্লাহ্ আমার ছেলের দিকে চোখ তুলে তাকায় না।

রিয়াদের বাবা বলে ডাক্তারা বলছেন আমার ছেলের চিকিৎসার জন‍‍্য ২ লাখ টাকা লাগবে।
কথায় পাব আমি এত টাকা?


তিনি বলেন আমি অসহায় এক বাবা হিসেবে আমার নিষ্পাপ সন্তানকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছি।
যদি পারের সাহায‍্য পাঠান – আল আমীন (রিয়াদের মামা), মোবাইল ও বিকাশ- ০১৭৩৫৭৯৫০৬০ (পার্সনাল)।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com