চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকার রেলওয়ের জায়গায় গড়ে ওঠা বরিশাল কলোনিতে মাদক বিক্রেতাদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় দুজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি র্যাব। এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তারা মাদক বিক্রেতা বলে ধারণা করা হচ্ছে।
র্যাবের সহকারী পরিচালক মিমতানুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাদক কেনাবেচার খবর পেয়ে র্যাবের একটি টিম গোপনে অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী র্যাবকে লক্ষ্য করে গুলি করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। জবাবে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে দুই মাদক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়।
অভিযানে থাকা র্যাবের কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, বরিশাল কলোনি এলাকাটিতে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছিল।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com