লালমনিরহাটের আদিতমারীতে দিনে দুপুরে বিধবা আনোয়ারা বেগম (৫৫) এর শতাধিক গাছপালা কেটে বসতভিটা দখল করার অভিযোগ উঠেছে।
এসময় বিধবা আনোয়ারা বাঁধা দিতে গেলে মারধর করে আহত করারও অভিযোগ উঠেছে দখল বাজদের বিরুদ্ধে।
আহত আনোয়ারা বেগমকে ওই দিনই আদিতমারী হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে ২৬ ডিসেম্বর আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর নামুড়ী গ্রামে। আহত আনোয়ারা বেগম বাদী হয়ে ঘটনার দিন আদিতমারী থানায় ৯ জনের নামে একটি অভিযোগ দায়ের করলেও এ ঘটনায় আদিতমারী থানা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
শুধু তাই নয়, থানা পুলিশের ইন্ধনে জমি দখলকারীরা দেশীয় অস্ত্র নিয়ে ওই বিধবার জমিতে ঘর উত্তোলন করেন বলে এলাকাবাসী দাবী করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত রোস্তম আলীর স্ত্রী আনোয়ারা বেওয়া দীর্ঘ ৩৫ বছর যাবত ভোগদখল করে আসছেন।
ওই জমিতে বসতভিটা সহ গাছের বাগানও রয়েছে। এদিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২৬ ডিসেম্বর গভীর রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের মহিষখোচা গ্রামের আজিজার রহমানের ছেলে ফজলুল হক (৫০), নামুড়ী মদনপুর এলাকার মৃত ফজলে রহমানের ছেলে আঃ সাত্তার (৬৫), আউয়াল (৫৫), নুর মোহাম্মদ (৪৫) সহ আরও অনেকেই বিধবা আনোয়ারার বাড়িতে জোর পূর্বক প্রবেশ করে ঘরের বেড়া ভাংচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পরে বিধবা আনোয়ারার চিৎকারে এলাকাবাসী এলে তারা পালিয়ে যায়।
এদিকে আবারও ওই চক্রটি সকালে লাঠি, ছোড়া, কুড়ালসহ বাড়িতে প্রবেশ করে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে বিধবার বসতভিটায় একটি দোচালা ঘর উত্তোলন করেন।
এসময় বাঁধা দিতে গেলে বিধবা আনোয়ারা বেগমকে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে আনোয়ারা আদিতমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তারা কোন কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ জানিয়েছেন এলাকাবাসী।
অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
আহত বিধবা আনোয়ারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, ওমরাগুলা মোক মারধর করে মোর বসতভিটা দখল করেছে।
পুলিশকে অভিযোগ দিলেও তারা কোন পদক্ষেপ নেয়নি বলে তিনি দাবী করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেশ্বর রায় পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com