লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে রেলওয়ের বিশেষ টিকিট চেকিং টিম ৬৭ জন যাত্রীর জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করেছে।
৬ ডিসেম্বর বুধবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে অঞ্চলের বিভিন্ন স্টেশনে পাঁচটি যাত্রীবাহি ট্রেনে অভিযান চালিয়ে জরিমানা ও সমপরিমান ভাড়া আদায় করা হয়েছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এটিএস সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে বিভিন্ন স্টেশনে কমিউটার ৬৩, ৬৫, ৭১ নং, করতোয়া আন্তঃনগর ও পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।
এ সময় টিকিট চেকিং দল বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৬৭ জন যাত্রীর কাছ থেকে ৩ হাজার ৭শ’ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়াও আদায় করা হয় বলে জানান তিনি।
এর আগে গত ২ ডিসেম্বর শনিবার সকাল থেকে মধ্য রাত পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী রেলওয়ে রুটে দুটি ট্রেনে অভিযান চালিয়ে ৪ হাজার ৫ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করা হয়।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com