লালমনিরহাট সোনালী অতীত ক্লাবের বার্ষিক সাধারন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর সকালে পতাকা উত্তোলন,বণার্ঢ্য র্যালী,আলোচনা সভাসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির পর বিকেলে কমিটি গঠন করা হয়।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাধারন বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, মোহামেডান স্পোর্টিং ক্লারের সাবেক কৃতি খেলোয়াড় ও ঢাকা সোনালী অতীত ক্লাবের সহ সভাপতি মোছাব্বের হোসেন,লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র,সাবেক খেলোয়াড় লুৎফর রহমান,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইউনুস হোসেন,রংপুর জেলা সোনালী অতীত ক্লাবের সভাপতি নাজমুল হক মন্টু,সাধারন সম্পাদক রাকিবুজ্জামান রাকিব,কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক,লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মমিনুল হক,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক একরামুল হক,আমিনুর হায়াত আহমেদ বকুল প্রমুখ।লালমনিরহাট সোনালী অতীত ক্লাবের আহবায়ক,সাবেক খেলোয়াড়,ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুল হাকিমের সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে আদিতমারী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক,পাটগ্রাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তোজাম্মেল হোসেন জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সহ সভাপতি আহসান হাবীব,সাবেক খেলোয়াড় মনসুর আলী,আবুল কালাম বকুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা দেয়া হয়।পরে বিকেলে প্রনব কুমার বিশ্বাস,এডভোকেট চিত্ত রঞ্জ রায় ও আব্দুল জব্বারসহ তিন সদস্যের নির্বাচন কমিশন তাদের কার্যক্রম পরিচালনা করেন।এতে সভাপতি হিসেবে ইউনুস হোসেন,সাধারন সম্পাদক হিসেবে আব্দুল হাকিম ও কোষাধ্যক্ষ পদে আরশাদ আলীসহ ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
দিনব্যাপি অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি,জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন ও কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,সাবেক খেলোয়াড় আনিছুর রহমান লাডলা ।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com