লালমনিরহাট সরকারি কলেজে আইডি কার্ডের বিনিময়ে ছোয়েটার কিনতে বাধ্য করা হচ্ছে

রবিবার, ২১ জানুয়ারি ২০১৮ | ১১:৫৪ অপরাহ্ণ |

লালমনিরহাট সরকারি কলেজে আইডি কার্ডের বিনিময়ে ছোয়েটার কিনতে বাধ্য করা হচ্ছে

লালমনিরহাট সরকারি কলেজে আইডি কার্ড দেওয়াকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদেরকে জোর পূর্বক কলেজ থেকে একটি করে ছোয়েটার নিতে বাধ্য করছে কলেজ কতৃপক্ষ।

এতে করে কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কলেজ কতৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেক হত দরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।


এ বিষয়ে কলেজের ১ম বর্ষের একাধিক শিক্ষার্থী তাদের নাম প্রকাশ না করার শর্তে জানান যে, কলেজ কতৃপক্ষের এমন সিদ্ধান্তে বিপাকে পরতে হচ্ছে তাদের।

ছোয়েটার কেনার সামর্থ অনেকের না থাকার কারণে আই ডি কার্ড না পাওয়ায় অনেকটা অনিরাপদ কলেজে যাতায়াত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।


শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এর আগে একই বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ছোয়েটার ছাড়াই আই ডি কার্ড সরবরাহ্ করা হয়েছিল।

কিন্তু এর পরে হঠাৎ করে মানবিক ও বানিজ্য বিভাগের শিক্ষার্থীদের কলেজ থেকে ছোয়েটার না কিনলে আই ডি কার্ড দেওয়া হবে না বলে জানিয়ে দেয় কলেজ কতৃপক্ষ।


এ ছোয়েটার কোথা থেকে এলো, কেন কিনতে হবে এ প্রশ্নের জবাব কোথাও মিলছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহঃ সুজন শাহ-ই-ফজলুল তার ব্যক্তিগত মোবাইল ফোন ধরেন নি।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com