চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন ফুটবলের বিস্ময় লিওনেল মেসি।
প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের জনপ্রিয় ক্রীড়া দৈনিক লেকিপ তাদের চ্যাম্পিয়ন ফ্রান্স ও বিশ্ব চ্যাম্পিয়নের নাম ঘোষণা করেছে। যেখানে প্রথমবারের মতো একই ক্লাবের দুই খেলোয়াড়ের মাথায় উঠেছে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নের মুকুট।
পত্রিকাটি ১৯৪৬ সাল থেকে দেশটির সব খেলার মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে। ১৯৭৫ সাল থেকে আরও একটি পুরস্কার সংযোজন করে তারা। যেখানে সারা বিশ্বের সেরা একজন খেলোয়াড় বেছে নিয়ে দেয়া হয় ‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস’ পুরস্কার।
লেকিপের এবারের চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এর আগেও একবার পুরুস্কারটি ওঠে মেসির হাতে। ২০১১ সালে প্রথমবার পত্রিকাটির বিশ্বের সেরা খেলোয়াড়দের নির্বাচিত হয়েছিলেন তিনি।
এবারের পুরস্কারটি জিততে মেসি পেছনে ফেলেছেন ২০২২ সালে দুটি গ্র্যান্ড স্লাম (অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন) জেতা রাফায়েল নাদালকে। গত ১১ বছরের মধ্যে মধ্যে এই প্রথম কোনো ফুটবলার পুরস্কারটি জিতলেন।
মেসির ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে জিতেছেন ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে পেছনে ফেলেছেন স্বদেশি সতীর্থ ও ব্যালন ডি’অর–জয়ী রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজেমা ও ২০২২ শীতকালীন অলিম্পিকে দুটি সোনা জেতা বাইঅ্যাথলেট কুয়েনতিন ফিলো–মাইলেতকে।
লেকিপের সম্পাদকীয় বিভাগের সাংবাদিকদের ভোটে এই পুরস্কারটি দেয়া হয়। সেরা নির্বাচনের র্যাঙ্কিং করা হয় গোপন ব্যালটে ভোটের ভিত্তিতে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com