শনিবার, ২০ জানুয়ারি ২০১৮ |
৬:৪৮ অপরাহ্ণ |
কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তবে বাস্তবে নয়, রাজীব বিশ্বাস পরিচালিত ‘মাস্ক’ নামক সিনেমাটিতে দেখতে পাবেন এমনই দৃশ্য। শাকিব খানের ফেসবুক ফ্যান পেইজ থেকে একটি ছবি পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে শাকিব খানের পাশে ছোট্ট একটি মেয়ে দাঁড়িয়ে আছে।
এই পিচ্চি মেয়েটিই ‘মাস্ক’ সিনেমাতে শাকিব খানের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। মেয়েটির ছবিটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। এদিকে কিছুদিন আগেই এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছিল।লুকটি মুক্তির পর পর দর্শকমহল থেকে দারুণ সাড়া পাওয়া গেছে। আর এবার দর্শক যখন শুনেছেন সিনেমাটিতে শাকিব খানকে বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তখন দর্শকদের কৌতূহল আরো বেড়ে গেছে। ভক্তরা আশা করছেন ২০১৮ সালে শাকিব খানের অন্যতম সেরা উপহার হবে ‘মাস্ক’।এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও সায়ন্তিকা। ত্রিভূজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমাটিতে রোমান্টিকতার পাশাপাশি আপনি রহস্যের গন্ধ খুঁজে পাবেন। এটি প্রযোজনা করছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
comments