হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি প্লেনের আসনের নীচ থেকে সোয়া ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। আজ বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৮৭ নম্বর ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার ফাহমিদা মাহজাবীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজে তল্লাশি চালিয়ে একটি (নং-এফ ৩০) আসনের নীচ থেকে কালো স্কচটেপে মোড়ানো প্যাকেটে এসব পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। প্যাকেটে ৮০টি সোনার বার ছিল, যার প্রতিটির ওজন ১০ তোলা করে। মোট ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় চার কোটি ৬৪ লাখ টাকা। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে বের করা হয়। এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com