চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি বিদেশী পিস্তল,৬ রাউন্ড গুলি,২টি ম্যাগজিন,১৯৮ বোতল ফেনসিডিলসহ একটি মিশুক-অটোরিক্সা আটক করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে (বুধবার) চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল রাশেদ আলীর নেতৃত্ত্বে অভিযানটি চালানো হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ অধিনায়ক রাশেদ অভিযানের বর্ণনা করেন।
তিনি বলেন, ভারত হতে অস্ত্র,গুলি ও মাদকদ্রব্য নিয়ে আনার নিজস্ব সোর্সের খবরের ভিত্তিতে ব্যাটালিযন সদরের একটি দল নিয়ে তিনি অভিযান শুরু করেন। রাত আড়াইটার দিকে সীমান্তবর্তী তেলকুপি ব্রীজ এলাকায় তাঁর টহল দলকে দেখে মিশুক চালক মিশুক ফেলে পালিয়ে যায়।
পরে মিশুক তল্লাশী করে ১টি আমেরিকান পিস্তল, ৩টি ভারতীয় ওয়ান শ্যুটার পিস্তল,৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও ১৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ওইসব অবৈধ অস্ত্র,মিশুক শিবগঞ্জ থানায় ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম চলছে বলেও জানান অধিনায়ক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ভারত হতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পথে আসা আগ্নেয়াস্ত্র মুলত: ঢাকায় যায়। এগুলি দেশের বর্তমান ও ভবিষ্যৎ স্থিতিশীলতা ও রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করার কাজে ব্যবহার হতে পারে এমন আশংকাও রয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com