শিবগঞ্জ থেকে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

শুক্রবার, ১১ মে ২০১৮ | ৩:৫৯ অপরাহ্ণ |

শিবগঞ্জ থেকে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
ছবি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে ৫টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ২৮৬ বোতল ফেন্সিডিল ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে ৫টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ২৮৬ বোতল ফেন্সিডিল ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা তেলকুপি সীমান্তের ১৮০/৯ এস নম্বর সীমান্ত পিলার এলাকায় ফাঁদ পেতে অবস্থান করে। রাত সাড়ে ৩টার দিকে ভারতের দিক থেকে ৩/৪জন লোক হাতে পোটলা নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পোটলা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পোটলা থেকে ৫টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ২৮৬ বোতল ফেন্সিডিল ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।


প্রেস ব্রিফিংয়ের সময় বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ ও ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার উপস্থিত ছিলেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com