শোক সংবাদ- মুক্তিযোদ্ধা আবেদুর রহমান চৌধুরী আর নেই

সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ | ৬:৩৬ অপরাহ্ণ |

শোক সংবাদ- মুক্তিযোদ্ধা আবেদুর রহমান চৌধুরী আর নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবেদুর রহমান চৌধুরী (৭৮) ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ও ৭০ দশকের ঠাকুরগাও সরকারী কলেজের তুখোর ছাত্র সংগঠক জিএস পদে দায়িত্ব পালন করে ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট ভাই ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী জানান, রোববার সকাল ১১টায় সনগাঁও চৌধুরীপাড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ আদায়ের পরে উপজেলা প্রসাশনেরর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে তাঁর পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন কাজ সমপন্ন করা হয়। মরহুমের জানাজা নামাজ ও দাফন কাজে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। জানাজা নামাজে আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঠাকুরগাঁও- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় শোক বার্তা জানান, এয়াড়াও বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়েদ আলম, ডাঃ আব্দুস সালাম, মিঞা মোঃ সাইফুল্লাহ কলম, সাধারণ সম্পাদক ড.টিএম মাহাবুবর রহমান, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম, এ্যাডভোকেট আবেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির প্রভাষক রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার, উপজেলা যুবদলের নেতা ইউসুফ আলী, আব্দুল জলিল, উপজেলা কৃষক দলের সভাপতি তৌফিকুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক সারোয়ার বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওমর ফারুক পান্নাসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবর্গ পৃথকভাবে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com