শ্বাসরুদ্ধকর ফাইনালে ট্রাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপ এখন লিওনেল মেসির। দেড় দশকের ক্যারিয়ারে মেসির একমাত্র অপ্রাপ্তি ঘুচে গেল ১৮ই ডিসেম্বর কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে।
মেসির অপেক্ষার অবসান ঘটার সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপের জন্য ৩৬ বছরের অপেক্ষার পালা শেষ হলো।
ম্যাচের ২০ মিনিটের মাথায় ডেম্বলে আনহেল ডি মারিয়াকে ফ্রান্সের ডি বক্সের ভেতরেই ফেলে দেন।
ডেম্বলে অল্প একটু ছোঁয়া দেন কিন্তু সেখানে বল ছিল না এবং ডি মারিয়া পড়ে যাওয়ার সাথে সাথে রেফারি পেনাল্টির নির্দেশ করেন। পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করে দলকে এগিয়ে দেন ১-০তে।
বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে মেসি গ্রুপ পর্বে, দ্বিতীয় রাউন্ডে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে এবং ফাইনালে গোল করার রেকর্ড গড়েছেন।
প্রথমার্ধে এমন কোনও মুহূর্ত তৈরি করতে পারেননি কিলিয়ান এমবাপে বা অলিভিয়ের জিরু।
ম্যাচের শুরু থেকে ফ্রান্স ছিল ফ্যাকাসে, ডি মারিয়া যেন সেই সুযোগই নিয়েছেন।
পেনাল্টি আদায় করেছেন, তার কিছুক্ষণ পরে নিজেই গোল করে ফ্রান্সের পরিস্থিতি আরও শোচনীয় করে তোলেন।
মেসির সাথে জুটি গড়ে ম্যাক অ্যালিস্টেয়ার বল নিয়ে ডি মারিয়াকে সাহায্য করেন, ৩৬তম মিনিটে ডি মারিয়া ব্যবধান দ্বিগুণ করেন।
ফ্রান্স একেবারেই বিক্ষিপ্ত ফুটবল খেলেছে প্রথমার্ধে, দিদিয়ের দেশম এতোটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যে ৪১তম মিনিটেই অলিভিয়ের জিরু ও ওউসমান ডেম্বলেকে তিনি বদল করেন।
আঁতোয়ান গ্রিজমান এমন কোনও বল পাননি যা এমবাপের দিকে বাড়াতে পারবেন তিনি। ফ্রান্স প্রথমার্ধে কোনও শট নিতে পারেনি।
আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করে। কোনও খুঁত দেখা যায়নি আর্জেন্টিনার।
সময়টা নব্বই মিনিটে নিয়ে যাওয়ার, লিওনেল মেসির হাতে বিশ্বকাপ নিশ্চিত করার। কোনও ঝুঁকি নেয়নি লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধ্বে ঝড় তোলেন কিলিয়ান এমবাপে। খেলা যখন প্রায় আর্জেন্টিনার দখলে ঠিক তখন দুই মিনিটে দুই গোল করলেন কিলিয়ান এমবাপে।
লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপে লড়াই সত্যিকার অর্থেই জমে উঠেছে তখন। নির্ধারিত নব্বই মিনিটেই খেলা শেষ হওয়ার কথা এমবাপে নিয়ে গেলেন ১২০ মিনিটে।
অতিরিক্ত ত্রিশ মিনিটে আবারও লিওনেল মেসির জাদু, ১০৯তম মিনিটে গোল দিলেন মেসি।
সেটা আবার পেনাল্টি পেয়ে ফেরত দিলেন কিলিয়ান এমবাপে, তিনি আট গোল দিয়ে নিশ্চিত করলেন গোল্ডেন বুট।
শেষ পর্যন্ত খেলা গড়ালো পেনাল্টি শুটআউটে।
এখানে আবারও নায়ক আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুট আউটের নায়ক আরো একবার নায়ক হয়ে উঠলেন।
ম্যাচের আগে বলেছিলেন, মেসির জন্য জীবন দিতে পারবেন। তিনি মেসিকে বিশ্বকাপ উপহার দিলেন।
বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের সেরা ফাইনালগুলোর একটি উপহার দিলো ফ্রান্স ও আর্জেন্টিনা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com