পঞ্চগড়ে

সংবাদ কর্মীর উপর ইউপি সদস্যের হামলা, থানায় অভিযোগ…

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | ৭:৪১ অপরাহ্ণ |

সংবাদ কর্মীর উপর ইউপি সদস্যের হামলা, থানায় অভিযোগ…
তরিকুল ইসলাম

দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি উমর ফারুকের উপর হামলা ও নির্যাতন করায় ইউপি সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার বোদা থানা ও রবিবার বোদা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর এ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত তরিকুল ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।


অভিযোগে বলা হয়েছে, ৫ই জানুয়ারি সন্ধ্যায় উৎকুড়া নামক বাজারের উপর দিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য তরিকুল ইসলাম মোটরসাইকেলের গতিপথ রোধকরে অতর্কিত হামলা করে তার চেম্বারে নিয়ে যায়। সেখানে ৫ ঘন্টা অবরুদ্ধ করে হামলা ও দীর্ঘ সময় নির্যাতন করে। সংবাদ প্রচারের কারণে উপজেলা অফিসে বিষয়টি ধামাচাপা দিতে ৪০ হাজার টাকা খরচ হয়েছে সেটা ফেরত চায়। সেটা আমাকে এক্ষুনি ফেরত দিতে হবে।দিতে না পারায় তার কাছে দুইটি স্ট্যাম্পে সাক্ষর করে নেয় ইউপি সদস্য এবং ২টি মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নিয়ে একটি মোবাইল ফোন আঁচড়ে ভেঙ্গে দেয়।

কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিফাত কবির এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সংবাদ না করার হুমকি দেয় এবং সংবাদ কর্মীর ছবি ব্যবহার করে সংবাদ কর্মীর ফেসবুক আইডিতে প্রচারিত সংবাদ সম্পর্কে মনগড়া সম্মান হানীকর বক্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। আরো বলা হয়েছে, তাকে কয়েকজন সংবাদকর্মী উদ্ধার করেছেন।


ইউপি সদস্য তরিকুল ইসলাম ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা রিফাত কবীর হামলাসহ ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

বোদা থানার থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com