রাজনৈতিক দল চাইলে যে কোন সময়ই ভোট চাইতে পারে, সম্প্রতি বিভিন্ন সমাবেশে নৌকার পক্ষে ভোট চাওয়ায় বিএনপির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ কথা জানিয়েছেন, তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রীর ভোট চাওয়ায় আইনি কোন বাধা নেই। এক্ষেত্রে কমিশনের কিছু করার নেই তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলেই এমন পরিস্থিতি এড়ানো যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
চলতি বছর শেষে জাতীয় নির্বাচন। আর তাই বছরের শুরু থেকেই রাজশাহী, সিলেট, বরিশাল এবং সবশেষ খুলনায় প্রাক নির্বাচনী সমাবেশে নৌকার জন্য ভোট চান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বিএনপি বিষয়টি খুব একটা ভালোভাবে নেয়নি। সরকারি খরচে নির্বাচনী প্রচারণার এসব সফরের যৌক্তিকতা জানার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে দলটি।
নির্বাচন কমিশন বলছে, রাজনৈতিক দলগুলো চাইলে যেকোন সময়ই ভোট চাইতে পারে এক্ষেত্রে কমিশনের বিধি-লঙ্ঘনের কোনো বিষয় নেই।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) সাহাদাত হোসেন চৌধুরী বলেন, কতগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের এখতিয়ারের বাইরে। যে কোন রাজনৈতিক দল তারা তাদের প্রচারণা চালিয়ে যেতে পারে।
নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, প্রচারণা চালাতে কমিশনের কিছু করার না থাকলেও প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনা।
ব্রিগেডিয়ার জেনারেল (অব) সাখাওয়াত হোসেন বলেন, আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের বিষয়গুলো নেই। সরকার যে সুযোগ পায় তার থেকে বেশি সুবিধা নিয়ে ফেলে। নির্বাচন কমিশনের এখানে আইনগত ভাবে কিছু করার নেই।
এমন পরিস্থিতি এড়াতে কমিশন চাইলে সংশ্লিষ্ট দলকে অনুরোধ করতে পারে বলে মত সাবেক এই নির্বাচন কমিশনারের।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com