রাজশাহী প্রতিনিধি: ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে মানববন্ধনে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সত্যিকারের ছবি ও সংবাদ প্রকাশ হলেই আর গুজব অপপ্রচার চালানোর সুযোগ থাকে না। সরকার যখন শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। ঠিক তখনই পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলো। শিক্ষার্থীদের ওপরও একই কায়দায় হামলা হলো। যা দুঃখজনক ও নিন্দনীয়। জাতিকে শঙ্কিত করেছে। এই ঘটনা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথকে রুদ্ধ করে স্বার্থান্বেসী মহলের অপতৎপতার চালানোর পথকে উৎসাহিত করবে। সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করবে।
মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে সাংবাদিকসহ সমাজের সকলস্তরে আস্থা ফিরিয়ে আনতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, আজীবন সদস্য সুজন জেলা সভাপতি আহমদ সফিউদ্দন, রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ জুলফিকার, আতাউর রহমান স্মৃতি পরিষদের ডা. মাহফুজুর রহমান রাজ প্রমুখ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবু কাওসার মাখন, ফারুক আহমেদ, রুহল আমিন খন্দকার, মাহবুব আলম জুয়েল, জাহিদ হাসান, ফটোসাংবাদিক আবির হাসান সানু, সুব্রত দাস প্রমুখ।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com