বিএমএসএফ’র প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঢাকা জেলা কমিটির আয়োজনে দেশব্যাপী সাংবাদিকদের কলম বিরতির সমাবেশে বক্তারা বলেছেন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযুগি আইন চাই। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে ৩৯ জন সাংবাদিক হত্যার শিকার হন। কিন্তু সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতির কারণে এই মাত্রা দীর্ঘতর হচ্ছে। যার অন্যতম উদাহরণ খুলনার সাংবাদিক মুকুল রানা হত্যাকান্ডর বিচার ২০ বছরেও সম্পন্ন না হয়ে ঝুলে আছে। এমতবস্থায় মফম্বলের হাজার সাংবাদিক ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগছে। উত্তরণে সরকারের আশু পদক্ষেপ প্রয়োজন।
জাতীয় প্রেসক্লাবের সামনে ২ সেপ্টেম্বর সকাল ১১ থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ও চিত্রনায়ক যুবরাজ খান।
ঢাকা জেলা বিএমএসএফ’র সভাপতি মুছা মোরশেদ-এর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান মৃধা, কার্যনির্বাহী সদস্য নান্টু লাল দাস, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল ভূঁইয়া, আলীয়ার রাফি রতন, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবির নেওয়াজ, দীন ইসলাম, তারিকুল ইসলাম, শামসুল আলম তুহিন, ময়নাল হোসেন, শহীদুল ইসলাম, মো. সুমন, সুমাইয়া আক্তার তুলি, কেয়া মনি পিয়া, খায়রুল হাসান, মো. মামুন, রিতা আক্তার রিয়া প্রমুখ। কেন্দ্র ঘোষিত কর্মসূচী দেশের বিভিন্ন জেলা-উপজেলায় পালিত হয়।
এদিকে কর্মসূচী বাংলাদেশের নারায়নগঞ্জ বন্দর, নরসিংসিদী, ফেনী, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, কালকিনি, ঝালকাঠি, ভোলা, বরগুনা, বাকেরগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, গাজীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, পাইকগাছা, খুলনা, ভান্ডারিয়া, কুড়িগ্রাম, সোনারগাঁও, সাভার ও আশুলিয়াসহ শতাধিক জেলা/উপজেলায় কলমবিরতি কর্মসূচী পালন করা হয়। এসব কর্মসূচীতে বিএমএসএফ’র সদস্য সাংবাদিক ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com