“সাদা চাদর”
এস এম আলতাফ হোসাইন সুমন
০৮.০১.২০১৮
সাদা চাদর পড়ে,
ঘুরছে সবার দাড়ে
বোঝে না সে ধনী গরীব,
পড়ছে সবা গায়ে।
পৌষের শীতে পড়শী কাঁপে,
কাঁপে দুধের শিশু।
বৃদ্ধ কাঁপে ঠোট কাপিয়ে,
যুবক কাঁপে কিছু।
মাঘের শীতে বাঘ যে কাঁদে,
কাঁদে বনের পশু।
গরীব দুঃখী টোকাই কাঁপে-
নেই যে তাদের কিছু।
এই শীতে তাই ধরবে ওদের,
রোগ জীবাণু পিছু।
রবি মামার নেই যে দেখা,
দিন সাতেকের মত।
পল্লী গাঁয়ের মানুষ ওরে,
কাঁদবে আরোও কত।
পৌষের পিঠা বেজায় মিটা,
গাঁয়ের বধূর হাতের-
দুধ ভিজানো ভাপা পুলি –
কিংবা ভাজা তেলের।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com