আজ ইতালির সাধারণ নির্বাচন ভোটগ্রহণ চলছে। ভঙ্গুর অর্থনীতি ও নানা সঙ্কটকে সামনে রেখেই চলেছ দেশটির নির্বাচন। এই নির্বাচনে কে জয়ী হবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
ইতালির এই সাধারণ নির্বাচনে মূলত লড়াই করছে ফাইভ স্টার মুভমেন্ট, ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির ডানপন্থি জোট। তবে, সব দলই এ নির্বাচনের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিক (৮১) কর প্রতারণার মামলায় অভিযুক্ত হয়েছেন। এ কারণে তিনি
আগামী বছরের আগে প্রধানমন্ত্রী পদে বসতে পারবেন না।
চারবারের প্রধানমন্ত্রী বেরলুসকোনি প্রধানমন্ত্রী হিসেবে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্তোনিও তাজানিকে মনোনীত করেছেন।
নির্বাচনের অনুষ্ঠানের আগের এক জরিপে বেরলুসকোনির জোট এগিয়ে ছিল। কিন্তু সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা তারা পাবে না বলে জরিপের ফলাফল থেকে জানা গেছে।
এদিকে ফাইভ স্টার পার্টি এককভাবে দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা
সূত্র: বিবিসি
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com