কালবৈশাখি ও শিলাবৃষ্টিতে উত্তরের জেলাগুলোতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ক্ষতি হয়েছে লিচুবাগানেও। সামনের দিনগুলোতে আরো ঝড়বৃষ্টি হলে লিচুর ফলনও উদ্বেগে চাষীরা।
চাঁপাইনবাবগঞ্জের সব কটি উপজেলায় আমবাগানের অবস্থা এমন। ঝড় আর শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে কাচা আম। সেগুলো স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে এক টাকা কেজি দরে। এমন অবস্থায় দিশেহারা আম চাষী ও ব্যবসায়ীরা।
কালবৈশাখিতে রাজশাহীতে আমের পাশাপাশি লিচুরও ব্যাপক ক্ষতি হয়েছে। ফল গবেষণা কেন্দ্র বলছে, শুধু সোমবারের ঝড়েই জেলার ১৫শতাংশ আম ঝরে পড়েছে। তবে লিচুর ফলন নিয়ে এখনো হাল ছাড়েনি ফল গবেষণা কেন্দ্র।
পাবনায় এবার লিচুর মুকুল এসেছিলো কম। বাজারে লিচু উঠতে মাসখানেক বাকি থাকতে ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে উদ্বিগ্ন চাষী ও ব্যবসায়ীরা।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী পাবনায় এবার ৪ হাজার ৯১ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ১০ থেকে ১৫ টন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com