সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৭ জেলে অপহরণ

সোমবার, ১৪ মে ২০১৮ | ৮:৪৪ পূর্বাহ্ণ |

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৭ জেলে অপহরণ
ছবি: অনলাইন

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন একটি খাল থেকে মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা।

রোববার সুন্দবনের আড়েরদুনে খালে কাঁকড়া শিকারের সময় তাদের অপহরণ করা হয়।


অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মোন্তেজ গাজীর ছেলে রাশেদুল ইসলাম (২৮), একই গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৮), মনোরঞ্জন মন্ডলের ছেলে বিশ্ব মন্ডল (২০), সুজীর মন্ডলের ছেলে জয়দেব মন্ডল (২৫),ফকির মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল (২৪), মেহের আলী গাজীর ছেলে মাছুম গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা এলঅকার ফনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রমেশ মন্ডল (২০)।

ফিরে আসা জেলে মথুরাপুর গ্রামের গফুর গাজীর ছেলে আনিছুর রহমান জানান, গত এক সপ্তাহ আগে কদমতলা বন অফিস থেকে বৈধভাবে পাশ নিয়ে তারা সুন্দরবনে যান কাঁকড়া শিকার করতে। রোববার দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া শিকার করার সময় জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।


বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন ৭ জেলেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনে একাধিক বনদস্যু বাহিনী রয়েছে। তবে কারা তাদের অপহরণ করেছে সেটি নিশ্চিত নয়।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com