সৈয়দপুরে ২ দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন

বুধবার, ০৭ মার্চ ২০১৮ | ৫:০৩ অপরাহ্ণ |

সৈয়দপুরে ২ দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন
সৈয়দপুরে ২ দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৮ উপলক্ষে সৈয়দপুরে দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলা শুরু হয়েছে।

আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন এবং নারী ভাইস চেয়ারম্যান মোছা. রওনক জাহান রিনু।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, ইত্তেহাদুল মুসলেমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি সাকির হোসেন বাদল, বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি এম ওমর ফারুক, গোলাহাট রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম মুকুল, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আমিনুর রহমান বিপু প্রমূখ।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিরঞ্জন শীল, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন, বিভিন্ন বিদ্যালয়ের এসএমসির সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

দুই দিনব্যাপী এই মেলায় কামারপুকুর,পূর্ব বোতলাগাড়ী ও রামকৃষ্ণ তিনটি ক্লাস্টারসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট ১২টি স্টল স্থান পেয়েছে।  এ সব স্টলে মানসম্মত ও যুগোপযোগী প্রাথমিক শিক্ষা দানের নানা রকম উপকরণ প্রদর্শিত হচ্ছে।


আগামী ১২ মার্চ জাতীয় শিক্ষা সপ্তাহের শেষ দিনে রয়েছে শিক্ষক সমাবেশ। শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই সমাবেশের আয়োজন করা হয়।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com