সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। সৌদি টেলিভিশনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতদের সবাই হুথি বিদ্রোহী। নিহতদের মধ্যে দু’জন কমান্ডারও রয়েছে।
শনিবার সৌদির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার বিকেলে সানায় বিমান হামলা চালিয়ে বিদ্রোহীদের দু’জন নেতাকে হত্যা করা হয়েছে।
হুথিদের পক্ষ থেকেও হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে কিংবা কতোজন মারা গেছেন সে ব্যাপারে কিছু জানায়নি।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com