যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি স্কুলবাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৩ জন। বৃহম্পতিবার নিউ জার্সির হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।
নিউ জার্সির উত্তরাঞ্চলীয় মরিস কাউন্টির মাউন্ট অলিভ টাউনসিপের গভর্নর ফিল মুরফি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে। ওই বাসটিতে ৩০ জন শিক্ষার্থী এবং চালকসহ আরও সাতজন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিল। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুরফি বলেন, কিছু রোগীর অবস্থা বেশ আশঙ্কাজনক। বেশ কয়েকজনের অপারেশন চলছে। তাই সবার জন্য আপনারা দোয়া করুন। স্কুলবাসটি প্যারামাসের ইস্ট ব্রুক মিডেল স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে ওয়াটারলু গ্রামের দিকে যাচ্ছিল।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com