সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সৈনিক: পরিবারে শোকের মাতম

মঙ্গলবার, ২৯ মে ২০১৮ | ৫:১২ অপরাহ্ণ |

সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সৈনিক: পরিবারে শোকের মাতম
মৃত সেনা সৈনিকের পরিবারের আর্তনাদ

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরের চরব্রাক্ষ্মণদী গ্রামের করিম হাওলাদারের ছেলে সেনাবাহিনীর সৈনিক আরজান হাওলাদারের (২৭) বাড়িতে চলছে শোকের মাতম। গত ২৬ মে মধ্য আফ্রিকায় জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হন।
নিহত আরজানের স্ত্রী চায়না বেগম জানান, ২৬ মে আরজানের সঙ্গে শেষ কথা হয় মোবাইল ভিডিও কলে। সে তখন গাড়িতে ক্যাম্পে যাচ্ছে বলে জানায়। সেখানে গিয়ে কথা হবে বলে জানিয়েছিলো সে। এরপর তার সঙ্গে আর কথা হয়নি। চায়না বেগম বলেন, গতকাল রোববার পরিবারের কাছে দুর্ঘটনায় আরজানের মৃত্যুর খবর আসে। এরপর তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। আরজান ও চায়না দম্পতির একমাত্র সন্তান পাঁচ বছরের ফাহিম আহমেদ। সে এখনো স্কুলে ভর্তি হয়নি।
সদরপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুল জানান, প্রায় ছয় মাস আগে জাতিসংঘের শান্তি মিশনে যান আরজান। তিনি ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সৈনিক পদে চাকরি করতেন। পরিবারের দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পিতাহারা আরজান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
বাবা করিম হাওলাদারের মৃত্যুর পর মা রহিমা খাতুন আরজানকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যান। সেখানেই বড় হন আরজান। পড়ালেখা শেষে সেনাবাহিনীতে সৈনিকের চাকরি নিয়ে পরিবারের হাল ধরেন তিনি। হতভাগ্য পরিবারটির সুষ্ঠুভাবে বেঁচে থাকার নিশ্চয়তা জরুরী।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com