হবিগঞ্জের নবীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাকচালক সোহেল আহমেদ এবং পথচারী নানু মিয়া।
এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আহত হয়েছে আরো তিনজন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার রোকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক সোহেল আহমেদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এবং পথচারী নানু মিয়া চুারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিলেটগামী একটি ট্রাক নবীগঞ্জ উপজেলার রোকনপুর এলাকায় দাঁড় করিয়ে গাড়িতে কাজ করছিলেন সোহেল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা এর চালক সোহেল আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ট্রাকের হেলপার আব্দুল মমিন এবং পথচারী নানু মিয়া ও রাসেল মিয়াসহ চারজন।
মহসড়কের পাশে কোনো ঘরবাড়ি না থাকায় এবং সকাল বেলা সেখানে কোনো লোকজনের উপস্থিতি না থাকায় সকাল ৯টা পর্যন্ত লাশ ও আহতরা ট্রাকের নিচেই পড়ে ছিল। পরে আহতদের আর্তনাদ শুনে ঢাকাগামী অন্য একটি ট্রাক লাশ ও আহতদের উদ্ধার করে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা খবর পেয়ে লাশ গ্রহণ করে এবং আহতদের হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নানু মিয়া মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, চিকিৎসার জন্য একটি ট্রাক আহতদেরকে হবিগঞ্জে নিয়ে আসে। তবে যেহেতু ঘটনাস্থল শেরপুর হাইওয়ে থানার অধীনে তাই তারা লাশ গ্রহণ করেননি।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র দাস জানান, দুর্ঘটনায় নিহত সোহেল আহমেদের লাশ থানায় রয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com