হবিগঞ্জের মাধবপুরে মাদকসহ চার মাদকপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার সকালে কাশিমনগর সমজদিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ সোমবার দুপুরে মাধবপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, হবিগঞ্জকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর উত্তরপাড়ার ফরিদ মিয়া (৩২), তার স্ত্রী আশা বেগম (২৫), একই উপজেলার কমলপুর গ্রামের ফজলু মিয়ার স্ত্রী অনুফা বেগম (৩৮) ও একই গ্রামের আম্বর আলীর স্ত্রী শান্তি বেগম (৪০)।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com