হবিগঞ্জে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে থানায় নিয়ে নির্যাতনের ঘটনায় এসআই রকিবুল হাসান ও মুকিত চৌধুরীকে ক্লোজড করা হয়েছে। পুলিশ সুপার বিধান ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে পুলিশের চলমান বিরোধ নিষ্পত্তি করা হয়। এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, কারও একক অপরাধের দায় সমগ্র পুলিশ বাহিনী নেবে না। তদন্তে প্রমাণিত হলে দোষি ব্যক্তিকে অবশ্যই শাস্তি পেতে হবে। নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী।
উল্লেখ্য, গত ৩১ মে দিবাগত রাতে শহরের গরুর বাজার এলাকা থেকে লন্ডন ভিত্তিক টিভি ‘চ্যানেল এস’ এর সহকারী প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী সিরাজুল ইসলাম জীবনকে ধরে নিয়ে যায় পুলিশ। তাকে থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়। এতে জীবনের পা ভেঙে যায়।
সেসময় জীবন অভিযোগ করেন, তার পায়ুপথে মোমবাতি জ্বালিয়ে ছ্যাঁকা দেয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাংবাদিকরা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com