ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কোঁচল ও চাঁপাসর এবং ভারতের নাড়গাঁও এবং মাকারহাট সীমান্তের (বাংলাদেশ- ভারত) দু-দেশের কাটাতারের বেড়ার পাশে হাজারো মানুষের ঢল নামে “পাথরকালী” নামক মেলায় ৷ শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টা সময় হতে তারকাটার এপার ওপারের প্রায় ২/৩কিলোমিটার এলাকা জুড়ে দু বাংলার হাজার হাজার মানুষের ঢল নামে ৷
বর্ষ পঞ্জিকা অনুযায়ী হিন্দু সম্প্রদায় প্রতি বছর শ্রী শ্রী জামর কালির জিউ (পাথর কালী)পূজা উপলক্ষ্যে মেলা উদযাপন করা হয় ৷ আর এ পূজা উপলক্ষ্যে প্রতি বছরের মতো এই দিনে দুর-দুরান্ত থেকে এসে স্বজনদের সাথে দেখা করতে৷ দু-দেশের স্বজনরা ভিড় জমায় সীমান্তে ৩৪৫ ও ৩৪৬ নং পিলার এলাকায় ৷তবে দু-দেশের সীমান্তে সীমান্ত হাজারো মানুষের উপস্থিতি ছিলো দেখার মতো ৷বিজিবি এবং বিএসএফ এর ছিল কড়া পাহারা ৷
হাজারো মানুষের ঢল শেষ পর্যন্ত রাখা সম্ভব হয়নি ৷ তবে তার বেড়ার উপর দিয়ে খাদ্য-পণ্য বিনিময় করেছেন অনেকে ৷ শ্রী শ্রী জামর কালির জিউ(পাথর কালী)পূজা উদযাপন কমিটির সভাপতি নগেন পাল বলেন,স্থানীয় সরকার প্রশাসন,বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে সমবেত হতে বাধা দেওয়া হয়নি বলেই অন্য বছরের তুলনায় এবছর অনেকেই দু-দেশের এপার ওপার একে অন্যার সাথে কথা বলেছেন ৷
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com