হাঁসের বাচ্চার মৃত্যুকে কেন্দ্র করে ভাইকে পিটিয়ে হত্যা

সোমবার, ১২ মার্চ ২০১৮ | ১২:৪১ অপরাহ্ণ |

হাঁসের বাচ্চার মৃত্যুকে কেন্দ্র করে ভাইকে পিটিয়ে হত্যা
হাঁসের বাচ্চার মৃত্যুকে কেন্দ্র করে ভাইকে পিটিয়ে হত্যা

ভ্যানের চাকার নিচে পড়ে হাঁসের একটি বাচ্চার মৃত্যুকে কেন্দ্র করে চালক চাচাতো ভাইকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকার বাঘাটা গ্রামে।

নিহত ওই ব্যক্তির নাম ছিদ্দিকুর রহমান (৫৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা।


ছিদ্দিকুরকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন চাচাতো ভাই আব্দুর রাজ্জাক (৩৮)। এ ঘটনার পর  রাজ্জাক পালিয়ে যান। তবে পবা থানা পুলিশ রাজ্জাকের স্ত্রী ইজনা বেগম, বাবা আরিম ও ছোট ভাই মাহাবুরকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার ওসি রাজিবুল ইসলাম। তিনি জানান, ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হোতা নিহত ছিদ্দিকুরের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক পলাতক।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে ভ্যানচালক ছিদ্দিক বাড়ি থেকে ভ্যান নিয়ে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে ভ্যানের চাকার নিচে পড়ে একটি হাঁসের বাচ্চা মারা যায়।

ওই ঘটনার পর আব্দুর রাজ্জাক বাড়ি থেকে বের হয়ে ছিদ্দিকুর রহমানের ওপর চড়াও হন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রাজ্জাক এবং তার পরিবারের চার সদস্য মিলে ছিদ্দিকুরকে বাঁশের লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান ছিদ্দিক।


খবর পেয়ে পুলিশ গিয়ে আব্দুর রাজ্জাকের স্ত্রী ও বাপ-ভাইকে আটক করে। তবে পালিয়ে যান আব্দুর রাজ্জাক।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com