ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে

হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে যুবকের কারাদন্ড…

শুক্রবার, ০৩ জুন ২০২২ | ১:৩৯ পূর্বাহ্ণ |

হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে যুবকের কারাদন্ড…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট/সংবাদ গ্যালারি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগে নয়ন (১৯) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

বৃহস্পতিবার (২রা জুন) বিকালে উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে চাঁদাবাজি করার সময় যুবককে আটক করা হয়।


আটককৃত যুবকের বাড়ি নওগাঁও জেলার ধামুইরহাট উপজেলার চকরহমত গ্রামে। তার বাবার নাম সাইফুর রহমান।

জানা যায়, হাতি দিয়ে পথচারী, মোটরসাইকেল ও যানবাহন আটকিয়ে জোরপূর্বক টাকা আদায় করছিল যুবকটি। এ সময় রাণীসংকৈল হতে সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন বালিয়াডাঙ্গী আসার পথে ভুক্তভোগীরা অভিযোগ করলে সহকারী পুলিশ সুপার সতর্ক করার জন্য কথা বলতে চাইলে যুবক নয়ন তিনার সাথে খারাপ আচরণ করে।


পরে যুবক নয়নকে আটকের জন্য বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনামকে জানালে তিনি সঙ্গীয় ফোর্সকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে চারপাশে ঘেরাও করে হাতির মাহুত যুবক নয়নকে আটক করে।

ভুক্তভোগীরা জানান, মাঝে-মধ্যেই বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এলাকায় এসে চাঁদা আদায় করে থাকে। প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হয়। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরিয়ে নেওয়া হয় না। অনেক সময় সাধারণ মানুষ, শিশু বাচ্চাসহ মহিলা ক্রেতারা হাতি দেখে ভয় পান। স্বেচ্ছায় ৫-১০ টাকা নিলে সমস্যা নেই। কিন্তু তারা হাতির উপরে বসে ১০০-৫০০ টাকা দাবি করে নাহলে যেতে দেয় না। হাতিকে মাহুত পা দিয়ে ইশারা দেয় তারপর নানাভাবে ভয়ভীতি দেখায় হাতি। এমন চাঁদাবাজি বন্ধে যুবকটিকে আটক করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।


বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন জানান, নয়ন (১৯) যুবকটিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com